ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। শনিবার (৮ জুন) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বৃন্দ উক্ত শোভাযাত্রা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল। এবারের স্লোগান হচ্ছে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক। আগামী ১৪ জুন পর্যন্ত উক্ত ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে।