ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে শহরের গোয়ালচামট এলাকার হেলিপোর্ট বাজার এলাকা থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার (৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শহরের হেলিপোর্ট মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় চার লাখ ২৯ হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এরা হলো, মো. সুমন হোসেন (২৮) এবং আল্লাকুল আশিক হৃদয় (১৯)। এদের দুজনের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়।তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।
এদের বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।