মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনাধি॥
ফরিদপুরের সালথায় ১০০ বছরের পুরানো কোন্দল, গ্রাম্য দলাদলী বাদ দিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কাগদি গ্রামবাসী একত্র হয়ে শান্তি সমাবেশ করেছেন।
সোমবার (৩ জুন) বিকাল ৪টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি হাফেজিয়া মাদ্রাসা মাঠে কাগদি-স্বজনকান্দাবাসীর উদ্যেগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় ছত্তার মাতুব্বরের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় হাবিবুর রহমান মোল্যা, আজিজুর রহমান মোল্যা, আওয়ামী লীগ নেতা আকাদ্দেছ হোসেন, উপজেলা কৃষকলীগের সাংগঠণিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাদল হোসেন, সোহেল মামুদ, মাঝারদিয়া ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, বল্লভদি ইউপি সদস্য লিটন মোল্যা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে কাগদি-স্বজনকান্দা গ্রামবাসীর এই সুন্দর উদ্যেগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, আপনারা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সময়পযোগি উদ্যেগ নিয়েছেন।
সালথা উপজেলায় গ্রাম্য দলাদলী বাদ দিয়ে ডিজিটাল উপজেলা তৈরি করার জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।