লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারীতে ৩০০ বোতল ফেনসিডিল, ১০০ পিছ ইয়াবা ও ২৫০ পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক (২৮) ও সোহেল রানা (২৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
শনিবার (১ জুন) বিকেলে ও সন্ধ্যায় পৃথক ৩টি অভিযানে মাদকসহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।
আটককৃত আব্দুর রাজ্জাক লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের আমতলা এলাকার শহিদ আলীর ছেলে ও সোহেল রানা জেলা শহরের জুম্মাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
আদিতমারী থানা পুলিশ জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারপাড়ায় একটি অটোরিকশা আটক করার পর তল্লাশি করে ২৫০ পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়াও উপকেলার দিঘলটারীতে ১০০ পিছ ইয়াবা ও উপজেলার মহিষখোচা ইউনিয়ন থেকে ৩০০ পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কটে বলেন, আদিতমারী উপজেলাকে মাদক মুক্ত রাখতে মাদক উদ্ধারের বিষয়টিকে থানা পুলিশ সব সময় গুরুত্ব দিয়ে আসছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’