জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শাহানাজ (১৯) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে ঐ এলাকায় চলছে নানান জল্পনা কল্পনা।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতা শাহানাজ আক্তার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের শাহাজাহান আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায় গত দেড় বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে বিশাল রহমানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর পালিয়ে বিয়ে করে তার। একপর্যায়ে দুই পরিবার বিষয়টি মেনেও নেয়। তারপর তারা সংসার করে আসছিল।
গতকাল বৃহস্পতিবার রাতে কোন বিষয় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এরপরে সকালে মৃতা শাহানাজের শ্বশুর ওমর ফারুক আজ মুঠোফোনের মাধ্যমে শাহানাজের বাবার বাড়ির লোকজনকে জানান যে তাদের মেয়ে মারা গেছেন।
ঘটনা শুনে তারা মেয়ের বাড়িতে আসলে দেখেন শাহানাজের মৃতদেহ পড়ে আছে ছেলেসহ পরিবারের কাউকেই খুঁজে পায়নি।
মেয়ের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে শাহানাজকে হত্যা করে তারা পালিয়েছে তারা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি করেন।
এদিকে রহিমানপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নান হান্নু বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে আসেন। ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন। এ ঘটনার তদন্ত করে আসল রহস্য উদঘাটন হবে যদি কেউ দোষী হয়ে থাকে তাদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে এসে বাড়ির মালিককে খুঁজে পাইনি। পুলিশের পক্ষ থেকে এ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে এর আসল রহস্য জানা যাবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।