হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৩০ মে) সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬ শ্রেণির বিশেষ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
এদিন উপজেলা পরিষদ হলরুমে ছয়টি রোগে আক্রান্ত ২০ জন রোগীর মধ্যে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম সুজন। চেক বিতরণ অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জাপা নেতা আবু তাহের প্রমুখ।
উপকারভোগীরা এসব অর্থিক সহায়তা পেয়ে সমাজসেব অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।