হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥
ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি এলাকায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধারকরা হয়েছে।শনিবার ২৫ মে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামকস্থানে ইয়াসিন আলী (৫০) নামে এক ব্যাক্তি তার পুকুর সংস্থার করার সময় মূর্তিটি উদ্ধার পেয়েছেন।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়। বিভিন্ন সূত্রে জানা গেছে পুকুর সংস্থার কাজে ব্যবহৃত গাড়িটির সাথে মূর্তিটি লাগলে এতে শব্দ হয়। পরে পুকুর মালিকের চাচা ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন এবং পরবর্তীতে থানায় খবর দেয়া হলে পুলিশের হেফাজতে নেয়া হয়।
মালিক আসারুল হক জামালি জানান, পুকুরে পাওয়া মূর্তিটির ওজন ৩৩ কেজি ৮শ’ গ্রাম। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এ মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে। স্থানীয় ইপি চেয়ারম্যান মো. বনি আমিন জানান, বিষয়টি জানার পর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন ও সদর থানা পুলিশকে জানানো হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, মূর্তি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ি এটি সংরক্ষণ করা হবে।