ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমী, সহযোগিতায় গত শনিবার রাত সাড়ে আটটায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মো. বাকাহীদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চৌধুরী রওশন ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার ফরিদপুর; প্রফেসর মো. শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক ফরিদপুর, প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম, বিভাগীয় প্রধান(বাংলা), সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যাপক রেজভি জামান।
আলোচনা সভায় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় ফরিদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল ও কলেজে শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা গান পরিবেশন করেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী ও ফরিদপুর শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ।