অনলাইন ডেস্ক ॥
আজ ১৬ই মে ২০২৪ ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ওরা আমাদেরকে পানিতে ও ভাতে মারতে চায়। ওরা আমাদেরকে এখন সীমান্তে পাখির মতো গুলি করে মারছে। তাদের এই আগ্রাসন প্রতিহত করতে আমাদেরকে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চের আদর্শে উদ্বুদ্ধ হতে হবে।
তিনি বলেন, ১৯৭৬ সালের এই দিনে ফারাক্কা বাঁধ অভিমুখে লংমার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগেও দেখা যায় নি, পরেও নয়। ৯৫ বছরের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপও দমাতে পারেনি লংমার্চের প্রধান নেতা ও সংগঠক মওলানা ভাসানীকে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
খন্দকার লুৎফর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্ষাও একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের আকাশে শকুনের ছায়া, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র বুটের তলায় পিষ্ট লাখো মানুষের রক্তে কেনা বাংলাদেশ। সেই দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রাখার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা ঢাকা মহানগর শাখার সভাপতি মোঃ হোসেন মোবারকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মহানগর জাগপা’র সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা’র সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন, ওসমান শেঠ প্রমুখ।