নিজস্ব প্রতিবেদক, সালথা (ফরিদপুর)॥
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। বিশেষ করে ফরিদপুরের সালথা উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখানে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য স্থানীয়দের আর অন্যত্র ছুটতে না হয়।
রবিবার (১১ জানুয়ারি, ২০২৬) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতুব্বর বাড়িতে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় এই সভার আয়োজন করা হয়।
শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, জুলুমের জন্য নয়। কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো অপকর্মে লিপ্ত হয়, তবে তাকে চরম মূল্য দিতে হবে। অপরাধীর সঙ্গে বিএনপির কোনো আপস নেই।”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচন আসবে-যাবে, কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মার। বিএনপি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।”
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মনির মোল্যা, সাবেক সহ-সভাপতি, সালথা উপজেলা বিএনপি।
তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা, নগরকান্দা।
হাসান মাতুব্বর, বিএনপি নেতা।
কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।