আশুলিয়া প্রতিনিধি, ডেস্ক রিপোর্ট ॥
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অভিযোগে শিহাব হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকার বাঁশঝাড় মহল্লায় এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোমাইল বাংলাবাজার এলাকায় অবস্থান নিলে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মূলত আসামিকে ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হতাহতের অবস্থা:
হামলায় এসআই মনিরুল ইসলাম শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তার ও অভিযান:
অভিযান চালিয়ে পুলিশ শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শিহাব ওই এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। পুলিশ জানিয়েছে, শিহাব মামলার প্রধান লক্ষ্যবস্তু যুবলীগ নেতা সোহেল শিকদারের শ্যালক।
পুলিশের বক্তব্য:
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত এবং হত্যা মামলার মূল আসামিসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।