বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ইরানে মার্কিন হামলা ঠেকাতে তৎপর আরব দেশগুলো: নেপথ্যে জ্বালানি ও অর্থনৈতিক ঝুঁকি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান: ড্রোন ও ৪৫টি ককটেলসহ আটক ৪ নির্বাচনে শতভাগ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা সালথায় আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে, অপরাধ করলে রক্ষা নেই: শামা ওবায়েদ “আমরা শিশু” ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিপিবি(এম) দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ অস্ট্রেলিয়ায় দাবানলের তাণ্ডব: ভিক্টোরিয়ায় ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা, নিখোঁজ ৩

জকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ জয়: ভিপি রিয়াজুল, জিএস আলীম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬ Time View

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা ॥
দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পেয়েছে ৫টি পদ।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শীর্ষ পদগুলোর ফলাফল
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল আলীম আরিফ। তাঁর প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২৩ ভোট। এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ রানা।

সম্পাদক ও সদস্য পদের চিত্র
বিজয়ী ১৬টি পদের মধ্যে শিবিরের প্যানেল থেকে সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন:

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নুরনবী
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ
আইন ও মানবাধিকার সম্পাদক: হাবীব মোহাম্মদ ফারুক
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশীন নাওয়ার
ক্রীড়া সম্পাদক: জর্জিস আনোয়ার নাইম
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান

অন্যদিকে, ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে বিজয়ী ৩ সম্পাদক হলেন: তাকরিম মিয়া (সাহিত্য ও সংস্কৃতি), মাহিদ হোসেন (পরিবহন) এবং মো. রিয়াসাল রাকিব (পাঠাগার ও সেমিনার)।

কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে ৫টিতেই জিতেছে শিবির-সমর্থিত প্যানেল। তারা হলেন- ফাতেমা আক্তার (অওরিন), আকিব হাসান, শান্তা আক্তার, জাহিদ হাসান ও মো. আবদুল্লাহ আল ফারুক। বাকি ২টিতে জয়ী হয়েছেন ছাত্রদল প্যানেলের মোহাম্মদ সাদমান আমিন ও ইমরান হাসান ইমন।

হল সংসদ নির্বাচন
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ (নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী) হল সংসদেও আধিপত্য দেখিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এখানে ভিপি পদে মোছা. জান্নাতুল উম্মি (৫৫০ ভোট) এবং জিএস পদে সুমাইয়া তাবাসসুম (৫৭১ ভোট) বিজয়ী হয়েছেন।

গণনায় বিপত্তি ও উল্লাস
ভোট গণনা প্রক্রিয়ায় কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। ওএমআর যন্ত্রে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার রাতে গণনা স্থগিত করা হয়। পরে প্রশাসন ও প্রার্থীদের আলোচনার ভিত্তিতে হাতে গুনে ও যন্ত্রের সমন্বয়ে ফলাফল চূড়ান্ত করতে বুধবার দিবাগত রাত গড়িয়ে যায়।

ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে আনন্দ মিছিলে ফেটে পড়েন শিবিরের নেতা-কর্মী ও সমর্থকরা। মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি-আজাদি আজাদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও অধিকাংশ পদে জয় পেয়েছিল ইসলামী ছাত্রশিবির। সেই ধারাবাহিকতা বজায় থাকল জকসুর প্রথম নির্বাচনেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102