নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডেস্ক॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের রণকৌশল ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যে ২৮৯টি আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ৮টি বিভাগের গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসনগুলোতে হেভিওয়েট প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ২৮ জন এবং রাজশাহীতে ৩১ জনসহ দেশের প্রতিটি জেলায় শক্তিশালী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম দ্রুতই ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কৌশল বা জোটগত সমীকরণের কারণে ওই আসনগুলো আপাতত খালি রাখা হয়েছে।
বিভাগওয়ারী হেভিওয়েট প্রার্থীদের চিত্র:
ঢাকা বিভাগ: রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান ছাড়াও ঢাকা-৮ আসনে ড. হেলাল উদ্দিন এবং ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমান লড়াই করবেন।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমসহ ১৬ জন প্রার্থী চূড়ান্ত। কুমিল্লা-১১ আসনে লড়বেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বরিশাল বিভাগ: পিরোজপুর-১ ও ২ আসনে প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে যথাক্রমে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী প্রার্থী হচ্ছেন।
খুলনা ও রাজশাহী: খুলনা-৫ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং রাজশাহী-১ আসনে অধ্যাপক মুজিবুর রহমান দলের অন্যতম প্রধান প্রার্থী।
আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আসনভিত্তিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের মাঝে ২৮৯ টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে
ঢাকা বিভাগ:
ঢাকা-১ ব্যারিস্টার নজরুল ইসলাম
ঢাকা-২ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান
ঢাকা-৩ অধ্যক্ষ শাহিনুল ইসলাম
ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৫ কামাল হোসেন
ঢাকা ৬- ড. আব্দুল মান্নান
ঢাকা ৭- হাজী হাফেজ মো. এনায়েতুল্লাহ
ঢাকা ৮ – ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন
ঢাকা ১০- অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার
ঢাকা ১১- অ্যাডভোকেট আতিকুর রহমান
ঢাকা ১২- সাইফুল আলম খান মিলন (নির্বাহী)
ঢাকা ১৩ – ডা. মু. মোবারক হোসাইন
ঢাকা ১৪- ব্যারিস্টার আরমান
ঢাকা ১৫- ডা. শফিকুর রহমান (আমিরে জামায়াত)
ঢাকা ১৬ – আব্দুল বাতেন
ঢাকা ১৭ – ডাঃ এস এম খালিদুজ্জামান
ঢাকা ১৮- প্রিন্সিপাল আশরাফুল হক
ঢাকা-১৯ হাসান মাহবুব মাস্টার
ঢাকা-২০ মাওলানা আব্দুর রউফ
শরীয়তপুর-১ ড. মোশাররফ হোসেন মাসুদ তাং
শরীয়তপুর-২ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল
শরীয়তপুর-৩ মোহাম্মদ আজহারুল ইসলাম
ফরিদপুর-১ ইলিয়াছ মোল্লা
ফরিদপুর-২ মাওলানা সোহরাব হোসেন
ফরিদপুর-৩ অধ্যাপক আব্দুত তাওয়াব
ফরিদপুর-৪ মাওলানা সরোয়ার হোসেনকে
গোপালগঞ্জ-১ অধ্যক্ষ মাওলানা আব্দুল গোপালগঞ্জ-২ অ্যাড আজমল হোসাইন সরদার
গোপালগঞ্জ-৩ অধ্যাপক রেজাউল করিম।
মাদারীপুর-০১ মাওলানা সারোয়ার হোসেন
মাদারীপুর-০২ মাওলানা আব্দুস সোবাহান খান
মাদারীপুর-০৩ মো. রফিকুল ইসলাম
রাজবাড়ী-১ অ্যাডভোকেট নুরুল ইসলাম
রাজবাড়ী-২ হারুন অর রশীদ
মানিকগঞ্জ-১ ডা. আবু বকর সিদ্দিক
মানিকগঞ্জ-২
মানিকগঞ্জ-৩ অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন
গাজিপুর-১ শাহ আলম বখশী
গাজীপুর-২ হোসেন আলী
গাজীপুর-৩ জাহাঙ্গীর আলম
গাজীপুর-৪ অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী
গাজীপুর-৫ আমির খায়রুল হাসান
টাঙ্গাইল-১ অধ্যক্ষ মন্তাজ আলী
টাঙ্গাইল-২ হুমায়ূন কবীর
টাঙ্গাইল-৩ হুসনে মোবরক বাবুল
টাঙ্গাইল-৪ প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল-৫ আহসান হাবীব মাসুদ
টাঙ্গাইল-৬ ডা আব্দুল হামিদ
টাঙ্গাইল-৭ অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার
টাঙ্গাইল-৮ অধ্যাপক শফিকুল ইসলাম খান
কিশোরগঞ্জ-১ মোসাদ্দেক আলী ভূঁইয়া
কিশোরগঞ্জ-২ শফিকুল ইসলাম
কিশোরগঞ্জ-৩ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান
কিশোরগঞ্জ-৪ মোহাম্মদ রোকন রেজা
কিশোরগঞ্জ-৫ রমজান আলী
কিশোরগঞ্জ-৬ কবির হোসেন
নারায়ণগঞ্জ-১ আনোয়ার হোসাইন মোল্লা
নারায়ণগঞ্জ-২ অধ্যাপক ইলিয়াস মোল্লা
নারায়ণগঞ্জ-৩ ড. ইকবাল হোসাইন ভুঁইয়া
নারায়ণগঞ্জ-৪ আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ-৫ মাওলানা মঈনুদ্দিন আহমেদ
মুন্সিগঞ্জ-১ এ কে এম ফখরুদ্দীন রাজী
মুন্সিগঞ্জ-২ অধ্যাপক এবিএম ফজলুল করিম
মুন্সিগঞ্জ-৩ ডা সুজন শরীফ
নরসিংদী-১ ইব্রাহিম ভূঁইয়া
নরসিংদী-২ উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন
নরসিংদী-৩ মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার
নরসিংদী-৪ মাওলানা জাহাঙ্গীর আলম
নরসিংদী-৫ মাও জাহাঙ্গীর আলম (থানা আমির)
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম-১ অ্যাড সাইফুর রহমান
চট্টগ্রাম-২ অধ্যক্ষ নুরুল আমিন
চট্টগ্রাম-৩ আলাউদ্দিন শিকদার
চট্টগ্রাম-৪ আনোয়ারুল সিদ্দিকী
চট্টগ্রাম-৫ ইঞ্জি সিরাজুল ইসলাম
চট্টগ্রাম-৬ শাহজাহান মঞ্জুর
চট্টগ্রাম-৭ অধ্যক্ষ আমিরুজ্জামান
চট্টগ্রাম-৮ ডা. আবু নাসের
চট্টগ্রাম-৯ ডা. ফজলুল হক
চট্টগ্রাম-১০ অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
চট্টগ্রাম-১১ শফিউল আলম
চট্টগ্রাম-১২ ইঞ্জি লোকমান
চট্টগ্রাম-১৩ অধ্যাপক মাহমুদুল হাসান
চট্টগ্রাম-১৪ ডা. শাহাদৎ হোসাইন
চট্টগ্রাম-১৫ শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম-১৬ জহিরুল ইসলাম।
বান্দরবান- অ্যাড আবুল কালাম
রাঙামাটি- অ্যাড মোখতার আহমেদ
খাগড়াছড়ি- এয়াকুব আলী চৌধুরী।
কুমিল্লা-১ মো. মনিরুজ্জামান বাহালুল
কুমিল্লা-২ নাজিম উদ্দিন মোল্লা
কুমিল্লা-৩ ইউসুফ হাকিম সোহেল
কুমিল্লা-৪ সাইফুল ইসলাম শহীদ
কুমিল্লা-৫ ড. মোবারক হোসাইন
কুমিল্লা-৬ কাজী দ্বীন মোহাম্মদ
কুমিল্লা-৭ ব্যারিস্টার মুস্তফা শাকেরুল্লাহ
কুমিল্লা-৮ অধ্যাপক শফিকুল আলম হেলাল
কুমিল্লা-৯ ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
কুমিল্লা-১০ মাও. ইয়াসিন আরাফাত
কুমিল্লা-১১ ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
নোয়াখালী-১ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ
নোয়াখালী-২ মাওলানা সাইয়েদ আহমেদ, নোয়াখালী-৩ মো বোরহান উদ্দিন
নোয়াখালী-৪ শিক্ষাবিদ ইসহাক খন্দকার
নোয়াখালী-৫ অধ্যক্ষ বেলায়েত হোসাইন, নোয়াখালী-৬ এড. মো মাহফুজল হক।
ফেনী-১ এড এস এম কামাল উদ্দিন
ফেনী-২ লিয়াকত আলী ভূঁইয়া
ফেনী-৩ ডা.ফখরুদ্দিন মানিক,
লক্ষ্মীপুর-১ নাজমুল হাসান
লক্ষ্মীপুর-২ এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া
লক্ষ্মীপুর-৩ ড. মুহাম্মদ রেজাউল করিম
লক্ষ্মীপুর-৪ এ আর হাফিজ উল্লাহ।
চাদঁপুর-১ মাওলানা আবু নসর আশরাফী
চাঁদপুর-২ ডাঃ আবদুল মোবিন
চাঁদপুর-৩ অ্যাড. মো. শাহজাহান মিয়া
চাঁদপুর-৪ মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, চাঁদপুর-৫ অধ্যাপক আবুল হোসাইন
কক্সবাজার-১ আব্দুল্লাহ আল ফারুক
কক্সবাজার-২ ড. হামিদুর রহমান আজাদ
কক্সবাজার-৩ শহিদুল আলম বাহাদুর
কক্সবাজার-৪ অ্যাড শাহজালাল চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-১ অধ্যাপক মো:আমিনুল ইসলাম
ব্রাহ্মনবাড়িয়া-২ মাওলানা মুহা.মোবারক হোসাইন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ মো: জুনায়েদ হাসান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ মো: আতাউর রহমান সরকার
ব্রাহ্মণবাড়িয়া-৫ এডভোকেট আব্দুল বাতেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ দেওয়ান নকিবুল হুদা।
সিলেট বিভাগ:
সিলেট-১ হাবিবুর রহমান
সিলেট-২ প্রফেসর এম এ হান্নান
সিলেট-৩ মাওলানা লোকমান আহমদ
সিলেট-৪ জয়নাল আবেদীন
সিলেট-৫ হাফেজ আনোয়ার হোসেন খান
সিলেট-৬ আমির সেলিম উদ্দিন।
মৌলভীবাজার-১ মাওলানা আমিনুল ইসলাম,
মৌলভীবাজার-২ মো. শাহেদ আলী,
মৌলভীবাজার-৩ মো. আবদুল মান্নান ও
মৌলভীবাজার-৪ মো. আবদুর রব।
হবিগঞ্জ-১ মো. শাহজাহান আলী
হবিগঞ্জ-২ শেখ জিল্লুর রহমান আজমী
হবিগঞ্জ-৩ অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ
হবিগঞ্জ-৪ কাজী মাওলানা মুখলিছুর রহমান।
সুনামগঞ্জ-১ মাওলানা তোফায়েল আহমেদ খান,
সুনামগঞ্জ-২ আইনজীবী শিশির মনির
সুনামগঞ্জ-৩ অ্যাডভোকেট ইয়াছিন খান,
সুনামগঞ্জ-৪ মুহাম্মদ শামসউদ্দীন ও
সুনামগঞ্জ-৫ অধ্যক্ষ মাও আ সালাম আল মাদানী।
ময়মনসিংহ বিভাগ:
নেত্রকোনা-১ অধ্যাপক মাওলানা আবুল হাশেম
নেত্রকোনা-২ অধ্যাপক মাওলানা এনামূল হক,
নেত্রকোনা-৩ দেলাওয়ার হোসেন সাইফুল,
নেত্রকোনা-৪ অধ্যাপক আল হেলাল তালুকদার ও
নেত্রকোনা-৫ অধ্যাপক মাসুম মোস্তফা।
শেরপুর-১ হাফেজ রাশেদুল ইসলাম
শেরপুর-২ মু. গোলাম কিবরিয়া ভিপি
শেরপুর-৩ আসনে আলহাজ নুরুজ্জামান বাদল
জামারপুর-১ অ্যাড নাজমুল হক সাঈদী
জামালপুর-২ ড ছামিউল হক ফারুকী
জামালপুর-৩ মাওলানা মজিবুর রহমান আজাদী
জামালপুর-৪ মো. আব্দুল আওয়াল
জামালপুর-৫ মাওলানা আব্দুস সাত্তার
ময়মনসিংহ-১ মাহফুজুর রহমান
ময়মনসিংহ-২ মাহবুব মন্ডল
ময়মনসিংহ-৩ মাওলানা বদরুজ্জামান
ময়মনসিংহ-৪ কামরুল আহসান
ময়মনসিংহ-৫ মতিউর রহমান আকন্দ
ময়মনসিংহ-৬ কামরুল হাসান
ময়মনসিংহ-৭ আসাদুজ্জামান
ময়মনসিংহ-৮ মঞ্জুরুল হক
ময়মনসিংহ-৯ আনোয়রুল ইসলাম চাঁন(জোট মনোনীত) ও
ময়মনসিংহ-১০ ইসমাইল হোসেন