নিজস্ব প্রতিবেদক অনলাইন ডেস্ক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনের মনোনয়নপত্র সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংশ্লিষ্ট দুই আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে এসব মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে তাঁর পক্ষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
ঢাকা-১৭ আসন:
সকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বগুড়া-৬ আসন:
দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির এই শীর্ষ নেতার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের এই আনুষ্ঠানিকতায় বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।