নিজস্ব প্রতিবেদক, ঢাকা | নিউজ ডেস্ক॥
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম কর্মসূচি হিসেবে প্রয়াত পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে পৌঁছে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন। এর আগে জুমার নামাজ শেষ করে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সমাধি অভিমুখে রওনা হন।

শ্রদ্ধা ও মোনাজাত
পিতার সমাধিতে পৌঁছে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে সুরা ফাতিহা পাঠ ও জিয়ারত সম্পন্ন করেন। মোনাজাতে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করা হয়। জিয়ারত শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন তিনি।
পরবর্তী গন্তব্য জাতীয় স্মৃতিসৌধ
বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
নিরাপত্তা ব্যবস্থা
তারেক রহমানের আগমন ও সাভার সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকাতেও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।