কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নে।
জানা গেছে, বুধবার সকালে ওই শিক্ষার্থীর(১৪) পিতা-মাতা নিজ জমিতে কাজ করতে যান।বাড়ীতে লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুস সালামের ছেলে আনোয়ারুল ইসলাম(৩৫) বাড়ীতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আনোয়ারুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ মে) ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬ মে) সকালে আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।