ধামরাই (ঢাকা) বিশেষ প্রতিনিধি | ডেস্ক রিপোর্ট ॥
ঢাকার ধামরাইয়ে পুকুরের পানিতে ডুবে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ:
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে উপজেলা প্রাঙ্গণের পাশে ইউ এন ও এর বাসভবনস্থ পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিহতের পরিবার এবং থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তুলে আনে।

পারিবারিক সূত্র:
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা রানী পাল দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন। পরিবারের ধারণা, ভোরের কোনো এক সময় অসাবধানতাবশত তিনি পুকুরের পাড়ে গেলে পানিতে পড়ে যান এবং সাঁতার না জানায় ডুবে তাঁর মৃত্যু হয়।
প্রশাসনের বক্তব্য:
ধামরাই থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। কোনো অভিযোগ বা অস্বাভাবিক কিছু আছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।