বিশেষ প্রতিবেদক ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। ‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে পরিচিত এই নেতার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া মাত্রই ধামরাইয়ের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং তৃণমূলের সাথে নিবিড় জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করেই তমিজ উদ্দিনকে এই গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূলের আস্থার নাম তমিজ উদ্দিন
ধামরাইয়ের কৃতি সন্তান আলহাজ্ব মো. তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, বরং বিপদে-আপদে সাধারণ মানুষের আশ্রয়স্থল। তার এই মনোনয়নে ধামরাই বিএনপিতে দীর্ঘদিনের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিক্রিয়ায় যা বলছেন নেতাকর্মীরা
মনোনয়নের খবর এলাকায় পৌঁছানোর পর সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। স্থানীয় এক কর্মী জানান, “তমিজ উদ্দিন সাহেব ধামরাইয়ের মানুষের সুখ-দুঃখের সাথী। দল তাকে মনোনয়ন দিয়ে ধামরাইবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।”
উল্লেখ্য, ঢাকা-২০ আসনে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অন্তর্ভুক্ত। এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে তমিজ উদ্দিনের লড়াই এখন ধামরাইয়ের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে।