ঢাবি প্রতিনিধি । অনলাইন ডেস্ক ॥
দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) ( বিকেলে শুভেচ্ছা মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
গতকাল সোমবার সংগঠনটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
মিছিলের সময় ও রুট
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই শুভেচ্ছা ও স্বাগত মিছিলটি শুরু হবে। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করবে বলে জানানো হয়েছে।
নেতৃবৃন্দের বক্তব্য ও প্রস্তুতি
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের আলোক দিশারী’ ও ‘আশা-আকাঙ্ক্ষার পরম আশ্রয়স্থল’ হিসেবে অভিহিত করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে ফেরার ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই ঢাবি ছাত্রদলের এই বিশেষ আয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ছাত্রসমাজকে অনুপ্রাণিত করেছে। দীর্ঘ ১৮ বছর পর তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছ।