ফরিদপুর প্রতিনিধি॥
মধুখালী থানার কামারখালী ইউনিয়নের ফেরদৌস মোল্যা (১৭), পিতা-সাখাওয়াত মোল্যা, সাং-ফুলবাড়ী, জেলা-ফরিদপুর চলতি বছরে এসএসসি পাশ করে। সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে ভুগতেছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়। গত ১৪/০৫/২৪খ্রিঃ বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় উক্ত ফেরদৌস গোসল করার জন্য ফুলবাড়ীর নিকটাস্থ গড়াই নদীতে যায়। সে পানিতে গোসল করতে নেমে ডুবে যায়।
পরবর্তীতে তার পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেলে পরে ডুবুরি এনে পানিতে খুঁজতে থাকে, অবশেষে ডুবরিদের চেষ্টায় আজ (১৫ মে) সকাল ছয়টা ফেরদৌসের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাশের সুরতহাল করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যায়। পরে মৃতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
এ ব্যাপারে মধুখালী থানায় যোগাযোগ করা হলে থানার এস আই নিরস্ত্র শফিকুল ইসলাম বলেন, আমরা একটা অপমৃত্যুর সংবাদ পাই, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে মৃত ব্যাক্তির পরিবারের সংগে কথা বলি। তার পরিবারের লোকজন জানায়, ফেরদৌস দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন, তখন তার পরিবারের কাছে তার চিকিৎসার কাগজপএ দেখতে চাইলে তার বাবা আমাকে ফেরদেৌসের চিকিৎসার সব কাগজ পত্র দেখায়, আমি সব কাগজপত্র ডাক্তারকে দেখিয়ে নিশ্চিত হই যে এটা একটা অপর্মৃত্যু।
পরে স্থানীয় এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, ফেরদৌস দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিলেন, পরে তার লাশ মৃতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
এই ঘটনায় মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।