বিশেষ প্রতিনিধি, ধামরাই ঢাকা ॥
ঢাকার ধামরাই থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খানের আমন্ত্রণে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানায় আয়োজিত এই সভায় ধামরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নবনিযুক্ত ওসি মোঃ নাজমুল হুদা খান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠনমূলক পরামর্শ কামনা করেন।
এ সময় সাংবাদিকরা ধামরাইয়ের বিভিন্ন স্থানীয় সমস্যা, যানজট ও মাদক নির্মূলসহ জননিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। ওসি সাংবাদিকদের এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিক ও পুলিশ সদস্যরা ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার এবং জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।