কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার(১৫ মে) দুপুরে বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামের রাশেদ মিয়ার ছেলে বেগম নুরন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী লিপন মিয়া (৬) ও একই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ওই বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসান (৭)।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু লিপন মিয়া ও মেহেদী হাসান। পুকুরে গাছের গুড়ি দিয়ে খেলার সময় নিচে পড়ে মৃত্যু হয় তাদের। পরে ওই পুকুর থেকে শিশু দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, শিশু দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।