ধামরাই প্রতিনিধি (ঢাকা)॥
জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মোড়ারচর এলাকার ব্যবসায়ী আলী হোসেন (৩৬)। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পা প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং শরীরের অন্যান্য অংশেও গুরুতর জখম হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও, গ্রেপ্তারকৃতদের স্বজন ও সহযোগীদের লাগাতার প্রাণনাশের হুমকি-ধামকির মুখে অসহায় হয়ে ঘরবন্দি জীবন কাটাচ্ছে ভুক্তভোগী আলী হোসেনের পুরো পরিবার।
ভয়াবহ হামলার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোড়ারচর এলাকায় আওয়ালের চায়ের দোকানের সামনে আলী হোসেনের পথরোধ করে ১৫/১৬ জনের একটি দল। আশিক, তৈয়ব, মামুন, মজিদ, শুকুর আলী, আজিজুল হক, রেজাউল, সানু মিয়াসহ আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।
তারা প্রথমে রিকশা থেকে টেনে নামিয়ে আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর করে।
এরপর ধারালো চাপাতি দিয়ে তার ডান পায়ে গোড়ালির নিচে কোপ মারে, যাতে পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
আসামি তৈয়ব লোহার রড দিয়ে তার বাম পায়ের হাড় ভেঙে দেয়।
মামুন রড দিয়ে মাথা, বুক ও পিঠে আঘাত করে মারাত্মক জখম করে।
শুকুর আলী তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে।
আলী হোসেনের চিৎকারে তার স্ত্রী অঞ্জনা আক্তার এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গুরুতর অবস্থায় সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মামলা করেও চরম আতঙ্ক:
আহতের স্ত্রী অঞ্জনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে দু’জন আসামিকে গ্রেপ্তার করে। তবে এতে পরিস্থিতি শান্ত না হয়ে বরং আরও অবনতি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আলী হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যা ও অপহরণের হুমকি দিয়ে যাচ্ছে।
আলী হোসেনের পরিবার দাবি করেছে, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মামলা করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রতিদিনই হুমকি দিচ্ছে— “বাড়ি ছাড়ো, মামলা তুলে নাও, নয়তো লাশ তুলে নিতে হবে।” চরম আতঙ্কে আলী হোসেনসহ তার ভাইয়েরা কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। কেবল ভয়ে ভাইদের স্ত্রীরা বাজার-সদাই করছেন।
বারবার হামলার শিকার ভুক্তভোগী:
ভুক্তভোগী আলী হোসেন জানান, জমি নিয়ে আদালতে পাঁচটি মামলায় তিনি জয়ী হওয়ার পরই পরিকল্পিতভাবে তার ওপর বারবার হামলা চালানো হচ্ছে। এর আগেও গত ২২ মে ও ১৩ অক্টোবর একই বিবাদীরা তার ওপর হামলা চালিয়েছিল এবং সে বিষয়েও তিনি থানায় মামলা করেছিলেন।
আলী হোসেনের স্ত্রী অঞ্জনা আক্তার জোর করে তাদের জমি দখল, গাছের বাঁশ কেটে বিক্রিসহ বারবার প্রাণনাশের হুমকি থেকে আইনগত সহায়তা এবং নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় পুনরায় লিখিত আবেদন জানিয়েছেন।