প্রেস বিজ্ঞপ্তি ॥
জাতীয় ঐক্য জোটের অর্গানাইজিং কমিটির সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ও জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে এবং বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ব মানবতা আজ ভূলণ্ডিত। কয়েক দশক ধরে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাঁজা উপত্যকা অবরোধ করে রেখেছে। সেখানে খাদ্যের অভাবে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অথচ বিশ্ব বিবেক দেখেও না দেখার ভান করছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রত্যেককে এর জবাবদিহি করতে হবে।
আমেরিকার আশ্রয়-প্রশ্রয়ে লালিত পালিত হয়ে গোটা মধ্যপ্রাচ্যে দখলদার ইজরায়েলি বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অথচ মধ্যপ্রাচ্যের নেতারা আমেরিকার গোলাম হয়ে ইজরাইলের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিরবে হজম করছে। মুসলমানদের পবিত্র প্রথম কাবা আল আকসা মসজিদ দীর্ঘদিন ধরে দখলদার ইসরাইলি বাহিনী কব্জা করে রেখেছে। সেখানে মুসলমানদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানুষরা যখন না খেয়ে মারা যাচ্ছে, সারা পৃথিবীর একদল মানবাধিকার কর্মী সমুত প্রটিলার মাধ্যমে গাঁজা উপত্যকায় ত্রাণ সরবরাহে এগিয়ে আসলে দখলদার ইসরাইলি বাহিনী তাদেরকে বন্দী করে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি করছি ও দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখলকারীরা বল প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও তাদের দলীয় প্রতীক দখল করে গণতন্ত্র বাধা সৃষ্টি করে সাবেক মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখলে নেওয়ার পর জোর করে বল প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান আতাউর রহমান খানকে তার দলে নিয়ে জাতীয় লীগ বিলুপ্ত করে ও আতাউর রহমান খানের দলীয় প্রতীক নাঙ্গল দখলে নেয়। বর্তমান নির্বাচন কমিশনার বাংলাদেশ জাতীয় লীগ কে নিবন্ধন দিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে সাধু বাদ জানাই। সেই সাথে বাংলাদেশ জাতীয় লীগের দলীয় প্রতীক নাঙ্গল মার্কা তাদেরকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানাই ও সামরিক শাসন জারি করে রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ও যারা ফ্যাসিবাদের দোসর ছিল ২০২৪ এর ভুয়া ও পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে এই দলগুলোর নিবন্ধন বাতিল ও এদের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানাই।
সভায় আগামী ২৫ অক্টোবর জাতীয় ঐক্য জোটের জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র গঠন সহ বিভিন্ন দাবিতে জাতীয় সংহতি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী ও ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্ট এর সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী কে আহবায়ক ও বাংলাদেশ ছাত্র জনতা পার্ট চেয়ারম্যান ও জাতীয় ঐক্যজটের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার বেলাল হোসেন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী প্রফেসর সিদ্দিকুর রহমান, ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান মাওলানা শরিফ হাজারী, আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের আহবায়ক মাওলানা শওকত আমিন, বাংলাদেশ ইসলামী জনতা পার্টি চেয়ারম্যান মাওলানা আজহার উদ্দিন, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, দারুস সালাম পার্টির চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির মহাসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা এরশাদুর রহমান, বাংলাদেশ জাস্টিস মোমেন্ট এর মহাসচিব ডক্টর এম নাজিম উদ্দিন, বাংলাদেশ নীতি নৈতিকতা পার্টি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।