অনলাইন ডেস্ক ॥
৩০ এপ্রিল ২০২৪, ফরিদপুরের মধুখালী থানার বাসিন্দা মোঃ শিপন সরদার (এনআইডি নাম্বার ২৪১২৯৪৬২০০) পিতাঃ মোহাম্মদ নান্নু সরদার, সাং : পূর্ব চরবাগাট, ডাকঘর : বাগাট-৭৮৫০, থানা : মধুখালী, জেলা : ফরিদপুর। তিণি মিথ্যা মালায় পুলিেশর অত্যাচার ও হয়রানির শিকার হয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে শিপন সরদার বলেন, গত (এপ্রিল ২০২৪) রোজার ঈদের ৭ দিন আগে স্থানীয় মধুখালী থানার এএসআই সম্রাট ও কনস্টেবল মো. তৌহিদ পুলিশ তাকে বিভিন্ন মিথ্যা মামলার প্রসঙ্গ ধরে হয়রানি করছে। এমনকি তার বাড়িতেও বেআইনিভাবে তল্লাশি চালিয়েছে। মিথ্যা মামলার প্রসঙ্গ ধরে শিপনের কাছ থেকে পুলিশ ৫০ হাজার টাকা নিয়েছে, আরও টাকার দাবি করছে ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পুলিশের অত্যাচারের ভয়ে তারা স্বামী-স্ত্রীর কেউ রাতে নিজেদের বাড়িতে ঘুমাতে পারছেন না।
শিপন সরদার আরও বলেন, তিনি একজন নিরীহ ব্যক্তি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফরিদপুরের পুলিশ সুপার স্যারের কাছে দাবি করেছেন, যেন তার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম বলেন, শিপন সরদারের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গেলে জানা যায়, শিপন সরদারের প্রতিবেশীরা বলেন, শিপন একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা ও অভিযোগগুলো দায়ের করা হয়েছে তা তারা বিশ্বাস করতে পারছেন না। তারা দাবি করেছেন, মিথ্যা মামলায় পুলিশ শিপন সরদারকে হয়রানির শিকার করে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করছে।
উল্লেখ্য, বাংলাদেশে পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ নতুন নয়। প্রায়শই দেখা যায়, নিরীহ মানুষ পুলিশের হাতে হয়রানির শিকার হচ্ছেন। এ ধরণের ঘটনাগুলো রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।