অনলাইন ডেস্ক, ঢাকা ॥
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জীবন ও দেশের যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া একটি মন্তব্য আজও ইতিহাস ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভুলভাবে প্রচারিত হয়ে আসছে। দৈনিক দিনকালে প্রকাশিত সিরাজুর রহমানের এক প্রতিবেদন অনুসারে, বঙ্গবন্ধু বলেছিলেন, “I lost three million peoples in the liberation period” (অর্থাৎ, স্বাধীনতা যুদ্ধের সময় আমি তিন মিলিয়ন মানুষকে হারিয়েছি)।
প্রতিবেদন অনুযায়ী, বঙ্গবন্ধুর সফরসঙ্গী এবং তৎকালীন পররাষ্ট্র সচিব ফারুক খান (সিলেট জেলার বাসিন্দা, বর্তমানে জীবিত) তাৎক্ষণিকভাবে তাকে এই ভুল শুধরে দিতে চেয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, “স্যার, ৩ মিলিয়ন নয়, বলুন ৩ লক্ষ।”
এর জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, “৩ মিলিয়ন আর ৩ লক্ষ এর মধ্যে পার্থক্য কোথায়?” বঙ্গবন্ধুর এই মন্তব্যে উপস্থিত বাঙালি সকলের মধ্যে মৃদু হাসির রোল পড়ে গিয়েছিল। ব্রিটিশ সাংবাদিকরা তখন বঙ্গবন্ধুর এই ব্যক্তিগত ভুল তথ্যটিকেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রচার করেন। সেই ভুল তথ্য আজও অনেক ক্ষেত্রে সঠিক হিসেবে উপস্থাপিত হচ্ছে।
এই ঘটনাটি একদিকে যেমন বঙ্গবন্ধুর ভাষাগত ত্রুটির একটি দৃষ্টান্ত, তেমনি এটি দেখায় কীভাবে একটি ছোট ভুল মন্তব্য আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচার পেতে পারে এবং ইতিহাসের অংশ হয়ে যেতে পারে।