নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার যেন এক অন্তহীন প্রতীক্ষা। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি মামলার তদন্ত। এ নিয়ে মোট ১২০ বারের মতো পেছানো হলো তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে আদালত এই সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। সাগর সরওয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকিরা কারাবন্দী।