নিজস্ব প্রতিবেদক, ঢাকা॥
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’
ভাষণে তিনি গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও স্মরণ করেন। তিনি বলেন, গত বছর জুনে আদালতের রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে তরুণ শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়, তা পরবর্তীতে স্বৈরাচার সরকারের দমন-পীড়নের কারণে দাবানলে রূপ নেয়। স্বৈরাচারী শাসকের নির্দেশে নির্বিচারে গুলি ও হত্যাযজ্ঞ চালানো হয়, কিন্তু ছাত্র-শ্রমিক-জনতা তা সাহসের সাথে প্রতিরোধ করে। এ আন্দোলনে নারীরাও সামনের সারিতে ছিলেন। দেশের স্বৈরাচারমুক্তির জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ড. ইউনূস ৫ই আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, এ দিনে গণঅভ্যুত্থান পূর্ণতা পায় এবং দেশ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায়। তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।