আন্তর্জাতিক ডেস্ক ॥
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে তারা এই দৃঢ় অবস্থানের কথা জানায়।
বিবৃতিতে হামাস উল্লেখ করে, “ইসরায়েলি দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় প্রতিরোধ ও সশস্ত্র সংগ্রাম আমাদের জাতীয় কর্তব্য এবং বৈধ অধিকারের অংশ।” সংগঠনটি আরও জানায়, ফিলিস্তিনিদের জাতীয় অধিকার, পূর্ণ সার্বভৌমত্ব এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র লড়াই চলবে।
এই বিবৃতি আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেছিলেন যে, সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনায় হামাস অস্ত্র সমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে হামাস এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে তারা কোনো অবস্থায়ই অস্ত্র সমর্পণ করবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং দেড় লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা চললেও তা কোনো কার্যকর ফল বয়ে আনতে পারেনি।
এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের একগুঁয়েমিকে চুক্তি ব্যর্থ হওয়ার কারণ হিসেবে দায়ী করেছেন। অন্যদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তিকে বাধাগ্রস্ত করছে। হামাস আরও জানিয়েছে, গাজার দুর্ভিক্ষ পরিস্থিতির উন্নতি না হলে তারা নতুন কোনো আলোচনায় বসবে না। সূত্র: আলজাজিরা