বিশেষ প্রতিবেদন ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। জাতীয় সংসদের ৪০টি সংসদীয় আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, সিলেট, সিরাজগঞ্জসহ মোট ১৪টি জেলার আসন রয়েছে। বুধবার (৩০ জুলাই) এই খসড়া তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে ইসি।
প্রকাশিত খসড়া অনুযায়ী, গাজীপুরে একটি আসন বেড়ে মোট ৬টি আসন হয়েছে, যেখানে পূর্বে ৫টি আসন ছিল। অন্যদিকে, বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি করা হয়েছে। ইসির দাবি, এসব পরিবর্তন জনসংখ্যা ও ভোটার সংখ্যার ভারসাম্যের ভিত্তিতে করা হয়েছে। বাকি ৫০টি জেলার ২৬০টি আসনে কোনো পরিবর্তন আনা হয়নি এবং পূর্বের সীমানাই বহাল রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং ইসির বক্তব্য
নির্বাচন কমিশনার ও সীমানা পুনর্নির্ধারণ কমিটির প্রধান মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, “আমরা ৬৪ জেলার গড় ভোটার ৪ লাখ ২০ হাজার ৫০০ নির্ধারণ করেছি। এই গড়কে ভিত্তি ধরে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। জনসংখ্যা ও ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটের একটি আসন কমেছে। আর কোনো জেলায় আসন কম-বেশি হয়নি। ৩৯টি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে।”
যদিও ইসি এই পরিবর্তনকে ‘ছোটখাটো’ বলে দাবি করছে, খসড়া তৈরিতে কিছু ক্ষেত্রে উপজেলার প্রশাসনিক এলাকার অখণ্ডতা রক্ষা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসংখ্যা, ভোটার সংখ্যা, উপজেলা বা থানা ইউনিটকে যতদূর সম্ভব অখণ্ড রাখা, প্রশাসনিক অখণ্ডতাসহ মোট ১২টি মানদণ্ডের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে।
যেসব আসনে রদবদল এসেছে
যেসব সংসদীয় আসনের সীমানায় রদবদল হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; বাগেরহাট-২ ও ৩; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর- ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা -১, ২, ৯, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; এবং চট্টগ্রাম-৭ ও ৮
অভিযোগ জানানোর সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ
এই খসড়া তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত এসব দাবি-আপত্তি যাচাই-বাছাই ও শুনানি শেষে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের জন্য সংবিধান অনুযায়ী ইসির এখতিয়ার রয়েছে। এর আগে ১৬ জুলাই সীমানা নির্ধারণে ভূগোলবিদ, নগরবিদ, পরিসংখ্যানবিদসহ বিশেষজ্ঞদের নিয়ে ৯ সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি আদমশুমারি ২০২২-এর তথ্যে অসামঞ্জস্যতা দেখে বর্তমান ইসির হালনাগাদ ভোটার সংখ্যার ভিত্তিতে এই পরিবর্তনগুলো প্রস্তাব করেছে।