মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর, দীর্ঘদিনের পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অশান্ত তালুকদারকে (৩৬) অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল রবিবার (২৭ জুলাই, ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে ফরিদপুর র্যাব-১০ এর একটি আভিযানিক দল কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানার জি.আর. মামলা নং- ৩২৩/১৭ (ধারা- ১৯(১) এর ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি অশান্ত তালুকদার আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত অশান্ত তালুকদার ফরিদপুর জেলার মধুখালী থানার বেলেশ্বর গ্রামের লব হাওলাদারের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।