অনলাইন ডেস্ক ॥
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব, যেখানে দাবি করা হচ্ছে যে আগামী ১লা আগস্ট থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান শনিবারও খোলা থাকবে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) স্পষ্টভাবে জানিয়েছে যে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানেও এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এই বিষয়ে নিশ্চিত করেছেন, “আমার জানামতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।” একই কথা জানিয়েছেন মাউশির উপপরিচালক মো. নুরুল হক সিকদার। তিনি বলেন, “আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানামতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।”
উল্লেখ্য, পূর্বে ২০২৩ সালের ডিসেম্বরেও একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে মিথ্যা প্রমাণ করেছিল। এছাড়া, চলতি বছর ৭ই মে জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ঈদের আগের দুই শনিবার, ১৭ ও ২৪শে মে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি ছিল একটি এককালীন নির্বাহী আদেশ এবং নিয়মিত ছুটির পরিবর্তনের কোনো ইঙ্গিত ছিল না।
সুতরাং, শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হওয়ার দাবিটি সম্পূর্ণ গুজব এবং বিভ্রান্তিকর। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রতি অনুরোধ, তারা যেন এ ধরনের ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করেন।