স্টাফ রিপোর্টার ॥
ঢাকা শিক্ষা বোর্ড থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ইফতেখার আলম মাহিন৷
রোববার (১২ মে) দুপুরে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়৷ সেখানে মাহিন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়৷ ইফতেখার আলম মাহিন রাজধানীতে অবস্থিত সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন৷
মাহিন ঢাকার নবাবগঞ্জের ইঞ্জিনিয়ার মাহাবুব আলম ও মাসরুফা আলমের সন্তান। দাদার নাম মো. আব্দুল হান্নান৷ দাদা ছিলেন নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।
ইফতেখার আলম মাহিন গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিবারের স্বজনরা খুশি৷ ছোটবেলা থেকে স্বপ্ন মানুষের মত মানুষ হয়ে মা- বাবা ও পরিবারের সবার মুখে হাসি ফুটাবে। আগামীতে আরও ভালো কিছু করতে সবার কাছে দোয়া চেয়েছে মাহিন৷