সিংড়া (নাটোর) প্রতিনিধি ॥
গত ঈদুল আযহায় জাল টাকার শিকার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা নাটোরের সিংড়ার গরু বিক্রেতা রইস উদ্দিন অবশেষে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সম্মিলিত উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
গত কোরবানির ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে এসে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট হাতে পেয়েছিলেন সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন। তার সেই অসহায় কান্না মুহূর্তেই সারা দেশকে ছুঁয়ে গিয়েছিল।
সেই দুঃখজনক মুহূর্তে রইস উদ্দিনের পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে আরও বিভিন্ন মাধ্যমে তিনি বেশ কিছু সহায়তা পান। এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে তার ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম, তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই। তাকে যে আমি ওমরাহ পালনে পাঠাতে পেরেছি, এটা আমার সৌভাগ্য।”
রইস উদ্দিন, যিনি এক বুক হতাশায় জাল টাকার কারণে কেঁদেছিলেন, আজ তিনি মহান আল্লাহর ঘরে ইবাদতের পবিত্রতম যাত্রায় শামিল হচ্ছেন। তার এই ওমরাহ যাত্রা যেন আল্লাহর কাছে নীরব অশ্রুর বদলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে সেজদার উপহার। রইস উদ্দিন বলেন, “অভিনেত্রী অপু ইসলাম খান (অপু বিশ্বাস) আমাদের ওমরাহ করাবেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহে।”
রইস উদ্দিন শুধু একজন ব্যক্তি নন, তিনি এক মানবিক বিপ্লবের সাক্ষ্য হয়ে থাকবেন। অবশেষে আজ তিনি তার পরম আকাঙ্ক্ষিত পবিত্র ওমরাহর পথে যাত্রা করলেন।