বিশেষ প্রতিনিধি ॥
ঢাকা: রাজধানীর মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণার পর মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় তথ্য মন্ত্রণালয় থেকে প্রথমে এ সিদ্ধান্তের কথা জানানো হলেও, মঙ্গলবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এতে লাখ লাখ পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দেরি করে সিদ্ধান্তে ভোগান্তি
সোমবার রাত ৩টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হলেও, ততক্ষণে পরীক্ষার্থীদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল। বিমান দুর্ঘটনায় ২০ জনের বেশি হতাহত হওয়ার পরও মধ্যরাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাতেই পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানায় এবং ঢাকার সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা প্রায় একই সময়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। এত দেরিতে এবং প্রথমে তথ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানানোর কারণে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে কেন তাৎক্ষণিক কোনো ঘোষণা আসেনি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আকস্মিক এ সিদ্ধান্তে অসংখ্য পরীক্ষার্থী রাতভর উদ্বেগের মধ্যে ছিল এবং তাদের মানসিক চাপ অনেকটাই বেড়েছে।