অনলাইন ডেস্ক ॥
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। রবিবার (২০ জুলাই) সকালে দুদকের প্রধান কার্যালয়ে তিনি তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ খালেদ রহীমকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।
চাকরি জীবনের শুরুতে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।