মুন্সীগঞ্জ প্রতিনিধি ॥
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, দেশকে নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সবাইকে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জে এনসিপির একটি পথসভায় যোগ দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সব রাজনৈতিক দলের উচিত ফ্যাসিবাদের বিরুদ্ধে একজোট থাকা। তিনি জোর দিয়ে বলেন, “কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারেন না, এ কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নন, দলও ভুলের ঊর্ধ্বে নয়। সব সময় মনে রাখতে হবে দেশই প্রধান, নেতা নন।”
আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমবেত হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায় করার বিষয়েও হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ।