ধামরাই, ঢাকা (বিশেষ প্রতিনিধি)॥
বৃহস্পতিবার (১৭ জুলাই) ধামরাইয়ের শরীফবাগ শরিফুননেচ্ছা মহিলা মাদ্রাসার মাঠে বিএনপির সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপিকে জনবিচ্ছিন্ন করার সব অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়া ও অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে এবং খুন, গুম, জুলুম ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদ এবং নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আশিকুজ্জামান স্বপন।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. আতিকুর রহমান, জনাব মো. আনোয়ার জাহিদ তালুকদার, জনাব মো. মোজাম্মেল হক, জনাব মীর জাহাঙ্গীর আলী, জনাব মো. আব্দুল আলীম মাস্টার, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিঃ মারুফ সিকদার, জনাব আব্দুল আলীম, জনাব মোঃ ফিরোজ খান বাবু, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো. হাবিবুর রহমান, কৃষক দল ধামরাই পৌর বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন তালুকদার, ৫ নং ওয়ার্ড ধামরাই পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ধামরাই পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক জনাব মো. হুমায়ূন আহমেদ রোমান সিকদার, এবং শ্রমিক দল ধামরাই পৌর বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির সদস্য গোলাম মাওলা শাহীন এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলামসহ আরও অনেকে।