গোপালগঞ্জ প্রতিনিধি॥
গোপালগঞ্জে চলমান কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) ঘটে যাওয়া সহিংসতা, সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কারফিউ জারি ছিল, তা শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। এই তিন ঘণ্টা পর অর্থাৎ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে আবারও কারফিউ কার্যকর থাকবে।
উল্লেখ্য, বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এই সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রশাসন কারফিউ জারি করতে বাধ্য হয়। বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন সরকারি নির্দেশনা মেনে চলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করেন।