নিজস্ব প্রতিবেদক ॥
এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ফারহান নিহাল কবির (১৭)। রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৮০ নম্বর পেয়ে সে রাজশাহী জেলায় সর্বোচ্চ নম্বরধারী হওয়ার গৌরব অর্জন করেছে।
নিহাল তাদের পরিবারের প্রথম সন্তান। তার ছয় বছর বয়সী ছোটভাই স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ে। নিহালের বাবা আকবর কবির একজন ব্যবসায়ী এবং মা খাদিজা ইসলাম নগরীর দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
নিহালের মা খাদিজা ইসলাম ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি জানান, “নিহাল ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। ওকে কখনো পড়তে বসতে বলতে হয় না, নিজের ইচ্ছেতেই পড়াশোনা করে।” তিনি আরও বলেন, নিহাল তৃতীয় শ্রেণি থেকে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে পড়ছে। অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত তার ক্লাস রোল ছিল দুই। এমনকি, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি-র স্কুল টেস্ট পরীক্ষাতেও সে প্রথম হয়েছিল। এসব দেখেই তারা নিহালের ভালো ফল করার ব্যাপারে আশাবাদী ছিলেন।
পড়াশোনার পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে খাদিজা ইসলাম বলেন, “তার পড়াশোনার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে ক্লাসের পড়া শেষ না হওয়া পর্যন্ত সে কোথাও যায় না।” নিহাল বেশিরভাগ সময় তার বাবার সঙ্গেই স্কুল ও প্রাইভেটে যাতায়াত করে। শিক্ষকদের কাছ থেকেও সে বরাবরই ভালো ফল করার বিষয়ে প্রশংসা কুড়িয়েছে। পড়াশোনার বাইরে নিহালের পছন্দের বিষয় ক্রিকেট খেলা। সে ক্রিকেট খেলা দেখতে ও খেলতে ভালোবাসে। এছাড়া আত্মীয়-স্বজনের সঙ্গে গল্প করতেও সে পছন্দ করে।
নিহালের একটি বিশেষ দিক উল্লেখ করে তার মা বলেন, “আলহামদুলিল্লাহ, এই সময়ে এটা সত্যিই অবাক হওয়ার মতো বিষয় যে ওর মোবাইল ফোনের প্রতি কোনো আসক্তি নেই। সে মোবাইল ফোন ব্যবহার করে না এবং কখনো ফোন কিনে দেওয়ার কথাও সেভাবে বলেনি।” নিহালের স্বপ্ন একজন প্রকৌশলী হওয়া এবং তার পরিবারও চায় তার স্বপ্ন পূরণ হোক। এবারের ভালো ফলের পর সে রাজশাহীর একটি ভালো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৭.৬৩ শতাংশ, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। ফলাফল প্রকাশের পর রাজশাহীর স্কুলগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম জানান, এ বছর তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং পাসের হার শতভাগ। স্কুলটি থেকে ১০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তিনি বলেন, “রাজশাহী জেলার মধ্যে সর্বোচ্চ ১২৮০ নম্বর পেয়ে নিহাল আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। এটা আমাদের জন্য সত্যিই গর্বের। আমরা আশা করি, সে ভবিষ্যতেও আরও ভালো ফলাফল করবে।”