সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকার মিটফোর্ড এলাকার ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ), খুলনায় গুলি করে যুবদল নেতা হত্যা ও নোয়াখালী তে মসজিদে ইমাম কে কুপিয়ে হত্যা চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট। সেই সাথে প্রকাশ্যে দিবালোকে এই হত্যাকান্ডের বিচার দাবী করেছে।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশানাল আওয়ামী পার্টি (সভাপতি) তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই বিচার দাবী করেন ।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার মব সন্ত্রাস উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সেই সাথে সন্ত্রাসী দের নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে সন্ত্রাসকে উৎসাহিত করছে ।
নেতৃবৃন্দ অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচার দাবী করেন। সেই সাথে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কে পদত্যাগ দাবী করেন ।