রাঙামাটি প্রতিনিধি॥
টানা বৃষ্টি ও কাপ্তাই লেকের পানি বাড়ার কারণে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়েছে। গতকাল, বুধবার (৯ জুলাই) রাত ৮টা থেকে এই পাঁচটি ইউনিট একসঙ্গে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বলে নিশ্চিত করেছেন কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এছাড়া, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগান দিচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই লেকের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলেই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ৯৬.৪১ ফুট মিনস সি লেভেল (MSL)। রুলকার্ভ অনুযায়ী, এই সময়ে লেকে পানির স্তর থাকার কথা ছিল ৮৫.২৮ ফুট MSL। কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট MSL।
উল্লেখ্য, ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে এর আগে নানা কারণে পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়নি। এই মুহূর্তে পাঁচটি ইউনিট সচল হওয়ায় বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।