স্বাস্থ্য ডেস্ক॥
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত একদিনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে এ বছর মোট মৃত্যুর সংখ্যা ২৪ অপরিবর্তিত রয়েছে।
রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর, ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। এরপর ২০২২ সাল থেকে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকে এবং একপর্যায়ে তা শূন্যে নেমে আসে।