আর্ন্তজাতিদ ডেস্ক॥
৪ জুলাই, ২০২৫: আজ ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর দেশটি এবার তাদের ২৪৯তম বার্ষিকী উদযাপন করছে। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন মার্কিনীরা।
স্বাধীনতার ঐতিহাসিক পটভূমি
১৭৭৬ সালের ২রা জুলাই আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেয়। এর দুদিন পর, অর্থাৎ ৪ঠা জুলাই, স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। এই ঐতিহাসিক দিনটি স্মরণ করে প্রতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হয় স্বাধীনতা দিবস।
বর্ণাঢ্য আয়োজনে মাতোয়ারা যুক্তরাষ্ট্র
বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজ ও কনসার্ট। বিভিন্ন রাজ্যে থাকছে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বিশিষ্টজনদের সঙ্গে দিবসটি অতিবাহিত করবেন বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে তিনি আতশবাজিও প্রত্যক্ষ করতে পারেন।
নিউইয়র্ক সিটিতে শুক্রবার সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হবে। বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র আয়োজনে ইস্ট রিভারের চারটি বার্জ থেকে ৪০ লাখের বেশি মানুষ এই চোখ ধাঁধানো আতশবাজি প্রত্যক্ষ করবেন বলে আশা করা হচ্ছে।
ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের উদযাপন
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও স্বাধীনতা দিবস উপলক্ষে পারিবারিক ও সামাজিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মিয়ামি, লসএঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করছেন।