বর্ষা
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
বর্ষা মানেই তো মেঘ আর বৃষ্টি
নব নব উদ্দীপনায় নতুন নতুন সৃষ্টি,
আকাশে বাতাসে জলাশয়ে ভেসে ভেসে
অপরুপ সৌন্দর্য নিয়ে বর্ষা আসে।
বর্ষা মানেই তো খিচুড়ির আয়োজন
শান্তি আনে প্রাণে আনন্দের জাগরণ
ইলিশ না হোক শর্ষের তেলে আলুভর্তা
শিশুর মনে জাগে বর্ষার উচ্ছলতা।
বর্ষা মানেই তো কদম ফুল
আমরা চিনতে করবো না ভুল,
বেলি বকুল হাসনাহেনা ফুলের ঘ্রাণে
আনন্দের জোয়ার আসে সকল প্রাণে।
বর্ষা মানেই তো মেঘে ঢাকা আকাশ
ভেজা ভেজা আবহে স্নিগ্ধ বাতাস,
চারদিক মুখরিত গুরুগুরু গর্জন
আকাশের বুক চিরে রাতদিন বর্ষন।
পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
সভাপতি, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮