মোঃ মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুর, জুন ২৪: বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত ছাত্রের নাম সামিউল শরীফ (১২)। সে উপজেলার বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে এবং বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) দিবাগত রাতে, বড় খারদিয়া গ্রামে।
জানা গেছে, সামিউল তার বাবার উপর অভিমান করে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত সামিউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।