শনিবার, ১০ মে ২০২৫, ০১:১২ অপরাহ্ন
২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
শিরোনাম :
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি আইভীকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫ গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের স্বীকৃতি দেওয়ার দাবি ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করবে পাকিস্তান: সিরাজ-উল-হক বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সনদ বাতিল চার মাস চিকিৎসা ও বিশ্রাম শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসন্ন বাজেট হবে বাস্তবসম্মত ও সংস্কারমুখী: এনবিআর চেয়ারম্যান কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকার নোট, থাকছে চমক শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে: শ্রমিকদের বাস্তব অধিকার এবং সরকারের দায়িত্ব

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২ Time View

একুশের চেতনার রিপোর্ট॥
ঢাকা, ০৯ মে ২০২৫: সশস্ত্র বাহিনীকে প্রদত্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এই মেয়াদ বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার (০৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে অর্থাৎ সারা দেশে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা (বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ডে প্রেষণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাসহ) সারা দেশে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার অধীনে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’ রাষ্ট্রপতি কর্তৃক জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত বছরের ১৭ সেপ্টেম্বর সরকার সারা দেশে মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাস বা ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছিল। পরবর্তীতে, ১৫ নভেম্বর, ১২ জানুয়ারি ও ১৩ মার্চ তারিখে আরও তিন দফায় এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুই মাস করে বৃদ্ধি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102