রিপোর্ট একুশের চেতনা ॥
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর তাঁকে বহনকারী পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৯ মে) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, র্যাব ও পুলিশের প্রায় ১৫টি গাড়ির বহর যখন আইভীকে নিয়ে ডিবি কার্যালয়ের দিকে যাচ্ছিল, তখন প্রায় ৩০-৪০ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা পুলিশ এবং র্যাবের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। একপর্যায়ে সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এই হামলায় পুলিশের দুই সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের জন্য শহরের দেওভোগ এলাকায় তাঁর নতুন বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের সময় সেখানে আইভীর বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান, যিনি অভিযানে উপস্থিত ছিলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেলিনা হায়াৎকে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তিনি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানান। তবে তিনি আরও বলেন যে এই ঘটনায় সেলিনা হায়াৎ আইভীর কোনো ক্ষতি হয়নি।