বিশেষ প্রতিনিধি॥
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চলতি বছর তাদের এলাকায় ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। ডিএনসিসি প্রশাসক মো. এজাজ শুক্রবার (২৫ এপ্রিল) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’য় চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।
তিনি জানান, ডিএনসিসির বিভিন্ন রাস্তা, ফুটপাত, মিডিয়ান এবং পাবলিক স্পেসে ইতিমধ্যেই বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে কমিউনিটি এবং পরিবেশবান্ধব বিভিন্ন সংগঠনকেও সম্পৃক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
নগরীর পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর অসচেতনতার কারণে রাস্তাঘাট, পার্ক, খাল ও ড্রেনে ময়লা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এমনকি কেউ কেউ তাদের রান্নাঘরের জানালা দিয়েও ময়লা ফেলছেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তিনি নগরবাসীকে তাদের দৈনন্দিন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলো খাল ও বনভূমি দখল করছে। এমন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত নয় যা প্রকৃতি ও জীববৈচিত্র্যকে ধ্বংস করে।
অনুষ্ঠান শেষে ডিএনসিসি প্রশাসক মো. এজাজ চিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন এবং অন্যান্য অতিথিদের সাথে প্রদর্শনী ঘুরে দেখেন।