বিশেষ প্রতিনিধি॥
“নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে” এই দৃঢ় স্লোগানকে সামনে রেখে সাভারে যাত্রা শুরু করলো সাভার উপজেলা সাংবাদিক সমিতি। দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে আহ্বায়ক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সাভারের রেডিও কলোনি এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই নতুন এই আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন – যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম) ও আহমেদ জীবন (দৈনিক সকালের সময়), যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজধানী টিভির মুজাহিদ খাঁন কাওসার এবং দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর হোসেন রানা।
সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত এই সমিতির প্রধান উদ্দেশ্য হলো সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং যেকোনো প্রকার নিপীড়নে পাশে থাকা। সংগঠনটি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি, দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনের সাথে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন এবং সমিতির সদস্যদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাভার উপজেলা সাংবাদিক সমিতি বদ্ধপরিকর।